প্রকাশিত: জানুয়ারী ২, ২০১৮ ১১:১১ এএম

bnpবিএনপিকে আগামী ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেবে না পুলিশ। ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে আজ (সোমবার) আবেদন করেছিল বিএনপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার আরটিভি অনলাইনকে বলেন বলেন, ‘বিএনপি ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আজকে (১ জানুয়ারি) আবেদন করে একটি চিঠি দিয়েছে। কিন্তু একই দিন সমাবেশের অনুমতির জন্য বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির আবেদন পেয়েছি গত ১২ ডিসেম্বর। এক জায়গায় দুইজনকে অনুমতি দেয়া যায় না। তাছাড়া বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টিকে আগেই অনুমতি দেয়া হয়েছে। সে হিসেবে একই দিন সমাবেশ হওয়ায় বিএনপিকে অনুমতি দেয়া সম্ভব নয়।’
ডিসি মারুফ হোসেন আরও বলেন, ‘রোববার বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টিকে অনুমতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’

এর আগে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৫ জানুয়ারিতে সমাবেশের আবেদনের বিষয়টি জানান।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে এদিন কালো পতাকা মিছিল ও সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি।

পাঠকের মতামত

irfan_khan

মা’রা গেছেন ইরফান খান

না ফেরার দেশেই চলে গেলেন ইরফান খান। ৫৪ বছর বসেই চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান ...
siria

১৩ বছর ধরেই তারা লকডাউনে

‘লকডাউন’ শব্দটির সঙ্গে বিশ্ব নতুন পরিচিত হলেও এ বাস্তবতার সঙ্গে অনেক আগেই মানিয়ে নিয়েছে ফিলিস্তিনের ...
govt

বাড়ছে না আর সরকারি ছুটি!

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণ প্রতিরোধে প্রায় এক মাসেরও ...