রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১৩ জুলাই সোহরাওয়ার্দী কলেজ ও ২৭ জুলাই কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আশরাফুল ইসলামকে (টিটন) আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী কলেজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সেহেল রানাকে। তবে কবি নজরুল কলেজে সম্মেলন প্রস্তুতির জন্য কোনো কমিটি গঠন করা হয়নি।
পাঠকের মতামত