প্রকাশিত: মে ১, ২০২০ ১:৫১ এএম
mikhael

mikhaelব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের একটি সংক্ষিপ্ত ভিডিও কনফারেন্স সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। সেখানেই মিশুস্তিন জানান, তিনি করোনা আক্রান্ত। সূত্র: নিউইয়র্ক টাইমস।

গত জানুয়ারিতে রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ৫৪ বছর বয়সি মিখাইল মিশুস্তিন। কোভিড-১৯ এর বিরুদ্ধে রাশিয়া যে লড়াই চালাচ্ছে, তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সরকারি সূত্রের খবর, রিপোর্ট পজিটিভ আসার পরেই বাসায় আইসোলেশনে যান প্রধানমন্ত্রী।

নিজের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন তিনি। এ পরিস্থিতিতে দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্ড্রে বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিয়োগের ডিক্রি স্বাক্ষর করেন পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মিশুস্তিনের যা হয়েছে, যে কারও সঙ্গেই তা হতে পারে।

মিশুস্তিন রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন না। গত জানুয়ারিতে অনেকটা বিস্ময়করভাবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন পুতিন। ট্যাক্স সার্ভিসের একজন্য চৌকস কর্মকর্তা হিসেবে তার খ্যাতি ছিল।

mekhael2করোনার পরিসংখ্যান রাখা সাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে।

পাঠকের মতামত

irfan_khan

মা’রা গেছেন ইরফান খান

না ফেরার দেশেই চলে গেলেন ইরফান খান। ৫৪ বছর বসেই চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান ...
siria

১৩ বছর ধরেই তারা লকডাউনে

‘লকডাউন’ শব্দটির সঙ্গে বিশ্ব নতুন পরিচিত হলেও এ বাস্তবতার সঙ্গে অনেক আগেই মানিয়ে নিয়েছে ফিলিস্তিনের ...
govt

বাড়ছে না আর সরকারি ছুটি!

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণ প্রতিরোধে প্রায় এক মাসেরও ...